অসমতা দূরীকরণের প্রত্যয়ে নারী দিবস উদযাপন শিপিং খাতের

সেলেব্রিটি ক্রুজেসের ক্যাপ্টেন কেট ম্যাককিউসহ অন্য নারী অফিসাররা

লৈঙ্গিক সমতার বিচারে শিপিং খাতকে ঐতিহাসিকভাবে খুব একটা সফল বলা যাবে না। তবে এই দুর্নাম ঘুচিয়ে নারী-পুরুষ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক সমুদ্র পরিবহন খাত গড়ে তোলার চেষ্টা চলছে বেশ জোরোশোরে। এজন্য বেশ কিছু নতুন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে এমনই আশার বাণী শোনাচ্ছে বৈশ্বিক সমুদ্র পরিবহন খাত।

দিবসটিকে সামনে রেখে শিপিং কোম্পানিগুলো এই খাতে নারীদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস), উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনসহ (ডব্লিউআইএসটিএ ইন্টারন্যাশনাল) অন্য সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি উদযাপন করেছে। একই সঙ্গে তারা নতুন প্রজন্মের নারী নাবিকদের জন্য একটি নিরাপদ সমুদ্র খাত গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছে।

বর্তমানে শিপিং ইন্ডাস্ট্রিতে মাত্র ২ শতাংশ নাবিক নারী। তবে এরই মধ্যে নেতৃত্ব প্রদানে সাফল্য দেখিয়েছেন নারী কর্মকর্তারা। ক্রুজ শিপ থেকে শুরু করে অয়েল ট্যাংকার- সব ধরনের জাহাজ পরিচালনাতেই অনবদ্য ভূমিকা রেখে চলেছেন তারা।

উদাহরণ হিসেবে বলা যায় সেলেব্রিটি ক্রুজেসের কেট ম্যাককিউর কথা। অনন্য এক ইতিহাস গড়ে ২০১৫ সালে ক্রুজ শিপটির ক্যাপ্টেন হিসেবে নিয়োগ পান তিনি। তার আগে প্রমোদতরী পরিচালনায় কোনো নারীকে ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here