সাত মাসে এক লাখ ৫৩ হাজার ৪৩৯ কোটি টাকা রাজস্ব আদায়

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এক লাখ ৫৩ হাজার ৪৩৯ কোটি টাকা রাজস্ব পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ রাজস্ব মোট লক্ষ্যমাত্রার ৪৬ দশমিক ৪৯ শতাংশ। লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ না হলেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি রাজস্ব পেয়েছে এনবিআর।

চলতি অর্থবছরের বাজেটে এনবিআরকে তিন লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। গত অর্থবছরের প্রথম সাত মাসে এক লাখ ৩২ হাজার ১৩৩ কোটি টাকার শুল্ক্ককর আদায় হয়েছিল।

জুলাই-জানুয়ারি সময়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ে ভ্যাট খাতে। এ খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ৫১ হাজার ৪২২ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে আমদানি পর্যায়ে রাজস্ব সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি ২২ দশমিক ৪৫ শতাংশ। এ খাতে আদায় হয়েছে ৪৮ হাজার ৭২৭ কোটি টাকা। এ ছাড়া ছয় হাজার ৪০৭ কোটি টাকা রাজস্ব এসেছে আয়কর বা প্রত্যক্ষ কর খাত থেকে। আয়করে ১৩ দশমিক ৮১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর ভ্রমণ কর হিসেবে এনবিআর পেয়েছে ৩৬১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৫৬ শতাংশ বেশি।

করোনার সবশেষ ধরন ওমিক্রনের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে আবারও ধীরভাব দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এখনও স্বাভাবিক। রপ্তানিতে ইতিবাচক ধারা রয়েছে। আমদানিও বাড়ছে। বিনিয়োগও হচ্ছে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেড়েছে। এরকম অবস্থায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে আশাবাদী এনবিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here