অফশোর উইন্ড প্রকল্পে সহায়তার জন্য বিশেষভাবে নির্মিত এশিয়ার প্রথম সার্ভিস অপারেশন্স ভেহিকল (এসওভি) টিএসএস পাইওনিয়ারের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি এটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাইওয়ানে নিবন্ধিত এসওভিটি নির্মাণ করেছে ভিয়েতনামের ভার্ড ভুং তাউ শিপইয়ার্ড। ২৮০ ফুট দীর্ঘ এসওভিটির নকশা এমনভাবে করা হয়েছে এবং এতে এমন সব যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে যেন এটি তাইওয়ান প্রণালিতে যেকোনো প্রতিকূল পরিবেশেও কাজ করতে পারে।
প্রায় ৬ হাজার গ্রস টনের টিএসএস পাইওনিয়ারে রয়েছে ডিজেল-ইলেকট্রিক প্রপালশন সিস্টেম। সর্বোচ্চ ৯০ জন যাত্রী ও ক্রু বহন করতে সক্ষম এটি। এসওভিটির যৌথ মালিকানায় রয়েছে জাপানের মিতসুই ওএসকে ও তাইওয়ানের তা তোং মেরিন কোম্পানি।
টিএসএস পাইওনিয়ারকে কমিশনিং করা হবে তাইওয়ানে। ১৫ বছরের জন্য এটি ভাড়া করেছে ওরস্টেড। প্রতিষ্ঠানটি তাইওয়ান প্রণালিতে গ্রেটার চাংহুয়া ১ ও ২ অফশোর উইন্ড ফার্ম নির্মাণে কাজ করছে।