ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূল গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পের জন্য সম্ভাবনাময় একটি অঞ্চল। এই সম্ভাবনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজ্যটির উত্তরাঞ্চলীয় কাউন্টি হামবোল্টের কাছে প্রথম অফশোর উইন্ড ফার্ম নির্মাণ করা হচ্ছে। এমন আরও প্রকল্প গ্রহণ করা হবে ভবিষ্যতে। এসব প্রকল্পকে সহায়তার জন্য হামবোল্ট বেতে একটি উইন্ড পোর্ট নির্মাণের পরিকল্পনা করছে রাজ্য কর্তৃপক্ষ।
অফশোর খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ব্যুরো অব ওশান এনার্জি ম্যানেজমেন্ট। এই কর্মসূচিকে সহায়তার জন্য প্রয়োজন একটি উইন্ড পোর্ট। হামবোল্ট বন্দরের একটি অংশ সংস্কারের মাধ্যমে এই পোর্ট নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া এনার্জি কমিশন (সিইসি) এই কাজে ব্যয়ের জন্য ১ কোটি ৫ লাখ ডলারের তহবিল বরাদ্দ করেছে। এটি হবে রাজ্যটির পশ্চিম উপকূলের প্রথম উইন্ড পোর্ট।
কর্মকর্তারা বলছেন, ক্যালিফোর্নিয়ার পুরো পশ্চিম উপকূলের গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পে যে ধরনের লজিস্টিকস সাপোর্ট দরকার, তা সরবরাহের জন্য হামবোল্ট বন্দর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এ কারণে এই বন্দরের একটি অংশ সংস্কারের মাধ্যমে সেটি উইন্ড পোর্ট হিসেবে ব্যবহার করা হবে।