বাণিজ্য বাড়াতে ঢাকায় রোমানিয়ার দূতাবাস স্থাপনের প্রস্তাব

রোমানিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। তবে আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, পাদুকা ও চামড়াজাত পণ্যের মতো আরো অনেক পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও। এজন্য ঢাকায় রোমানিয়ার দূতাবাস স্থাপনের আহ্বান জানানো হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সংলাপ থেকে মঙ্গলবার (১৫ মার্চ) এ আহ্বান জানানো হয়।

‘বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক এ সংলাপে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সফররত রোমানিয়ার রাজধানী বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা।
স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, আমাদের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলো বিদেশী বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এ ধরনের শিল্প এলাকায় বিশেষ করে অটোমোবাইল খাতে বিনিয়োগে রোমানিয়ার উদ্যোক্তারা এগিয়ে আসতে পারে। দুই দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যকার সম্পর্ক আরো উন্নয়নের পাশাপাশি ঢাকায় রোমানিয়ার দূতাবাস স্থাপনের জন্যও আহ্বান জানান তিনি।

দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে আরো সম্প্রসারণে বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস স্থাপনের প্রস্তাব করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও।

বিশেষ অতিথির বক্তব্যে বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা বলেন, দুই দেশের অথনৈতিক কর্মকাণ্ডে বেশ সামঞ্জস্যতা রয়েছে। দেশ দুটোর বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ থেকে বাণিজ্য প্রতিনিধি পাঠানোর প্রস্তাব করেন তিনি।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সদ্য সাবেক সভাপতি বেনজীর আহমেদ এমপি, এনএসডির সদস্য (যুগ্ম সচিব) মো. নূরুল আমিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here