ঠিক দুই বছর পর আন্তর্জাতিক প্রমোদতরীগুলোকে নিজেদের জলসীমায় প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশটি ইন্টারন্যাশনাল ক্রুজিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অন্যান্য গন্তব্যে প্রমোদতরীগুলোকে যে ধরনের বিধিনিষেধ মেনে সেবা দিতে হচ্ছে, তাদের জলসীমায় প্রবেশের ক্ষেত্রেও সেসব বিধিনিষেধ মেনে চলতে হবে।
কোভিড-১৯ মহামারিজনিত বিধিনিষেধের অংশ হিসেবে ২০২০ সালের মার্চে ক্রুজ শিপিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। তবে কেন্দ্রীয় মন্ত্রীসভা কিছু স্বাস্থ্যগত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।
মহামারির শুরুর দিকে ক্রুজ শিপগুলোয় করোনা ছড়িয়ে পড়ার বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়। সে সময় অস্ট্রেলিয়ায় মোট সংক্রমণের প্রায় ২০ শতাংশই শনাক্ত হয় প্রমোদতরীর যাত্রী ও পর্যটকদের মধ্যে। পরবর্তী সময়ে করোনার প্রকোপ কমে যাওয়া সাপেক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রুজ শিপিংয়ের অনুমতি দেওয়া হলেও অস্ট্রেলিয়া এতদিন বিপরীত অবস্থান নিয়ে এসেছে।