পারস্য উপসাগরে জাহাজডুবি, ২৯ ক্রু উদ্ধার

পারস্য উপসাগরে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) একটি রো রো কার্গো জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়ার আগে জাহাজটি থেকে ২৯ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে একজন ক্রু এখনও নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবশ্য তার জীবিত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

ইরানের কর্মকর্তারা জানান, দেশটির আসসালুয়েহ বন্দর থেকে আনুমানিক ৩০ মাইল দূরে পারস্য উপসাগরে উত্তাল আবহাওয়ার কারণে আল সালমি সিক্স নামের জাহাজটি ডুবে যায়। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিবন্ধিত ৬ হাজার ডিডব্লিউটি জাহাজটি একদিকে কাত হয়ে ডুবে যেতে শুরু করে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ মাইল।

সালেম আল মাকরানি কার্গো কোম্পানির অপারেশনস ম্যানেজার ক্যাপ্টেন নিজার কাদদুরা জানান, জাহাজের ১১ জন ক্রু তাৎক্ষণিকভাবে লাইফবোটে উঠতে সক্ষম হন। লাইফজ্যাকেট পরে ভাসতে থাকা অপর ১৬ জনকে উদ্ধার করেছে ইরানি প্যাট্রোল বোট। আর একজন ক্রুকে কাছাকাছি থাকা একটি ট্যাংকার উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, জাহাজটির দুজন ক্রু নিখোঁজ রয়েছেন। পরবর্তীতে আরও একজনকে উদ্ধারের খবর পাওয়া যায়। অবশিষ্ট একজনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তার সন্ধানে বর্তমানে দুটি প্যাট্রল বোট অভিযান চালাচ্ছে। একটি হেলিকপ্টারের এই অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে।

ক্যাপ্টেন নিজার জানান, জাহাজটির ক্রুরা ভারত, সুদান, উগান্ডা, তানজানিয়া ও এথিওপিয়ার নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here