নতুন তিনটি দানবাকার কনটেইনার জাহাজের কার্যাদেশ দিয়েছে এভারগ্রিন

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ এভার এইস

২০২০ সালের ধাক্কা কাটিয়ে গত বছর কনটেইনার জাহাজ নির্মাণ খাত বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। চলতি বছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। বছরের শুরুতেই কনটেইনার জাহাজ নির্মাণের নতুন নতুন কার্যাদেশ মিলেছে। তাইওয়ানভিত্তিক শিপিং কোম্পানি এভারগ্রিনও তিনটি আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজের কার্যাদেশ দিয়েছে।

সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে নিজেদের বহরে একের পর একে বিশালাকার কনটেইনার জাহাজ যোগ করছে এভারগ্রিন। তাদের বহরে এখন ১২টি আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজ রয়েছে, যেগুলোর প্রতিটির সক্ষমতা প্রায় ২৪ হাজার টিইইউ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ এভারগ্রিন এইসের মালিকও এভারগ্রিন।

এভারগ্রিনের নতুন কনটেইনার জাহাজ তিনটি নির্মাণ করবে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) সহযোগী প্রতিষ্ঠান হুডং-ঝোংহুয়া শিপবিল্ডিং। এই তিনটি জাহাজ দিয়ে বর্তমানে এভারগ্রিনের কার্যাদেশ দেওয়া মোট কনটেইনার জাহাজের সংখ্যা দাঁড়াল ৬৪টি। আগামী ২০২৫ সালের মধ্যে এগুলো সরবরাহ করার কথা রয়েছে।

আলফালাইনারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এভারগ্রিনের মোট পরিবহন সক্ষমতা ১৫ লাখ টিইইউ। কার্যাদেশ দেওয়া জাহাজগুলোর সক্ষমতা হবে ৬ লাখ টিইইউ। অবশ্য এর পুরোটাই কিন্তু কোম্পানিটির নিট সক্ষমতায় যোগ হবে না। কারণ নতুন জাহাজগুলোর কয়েকটি এভারগ্রিনের বহরে থাকা পুরনো কনটেইনার জাহাজকে প্রতিস্থাপন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here