অফশোর বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করবে নেদারল্যান্ডস

২০৩০ সাল নাগাদ অফশোর খাতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে নেদারল্যান্ডস। এরই অংশ হিসেবে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

জলবায়ু পরিবর্তন প্রতিরোধে নবায়নযোগ্য শক্তির উৎসে নজর দিয়েছে সারা বিশ্ব। অফশোর খাতে নেতৃত্ব দেওয়া ইউরোপের দেশ নেদারল্যান্ডস এই উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করছে।

চলতি দশকের শেষ নাগাদ মোট ১০ দশমিক ৭ গিগাওয়াট সক্ষমতার নতুন কয়েকটি গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে নেদারল্যান্ডস সরকারের। এই অতিরিক্ত বায়ুবিদ্যুৎ দেশটির কেমিক্যাল ও ইস্পাত শিল্প খাতে সবুজ উৎস ব্যবহারের সুযোগ করে দেবে।

বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও ইউরোপের বৃহত্তম বন্দরের দেশ নেদারল্যান্ডস ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) মাথাপিছু সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসারক। গত জানুয়ারিতে দেশটি কার্বন নিরপেক্ষ প্রকল্পে মোট ৩ হাজার ৫০০ কোটি ইউরো (৩ হাজার ৯০০ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here