নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবেরের সুপারইয়ট জিব্রাল্টারে আটক

পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের দিমিত্রি পাম্পইয়ানস্কির মালিকানাধীন একটি বিলাসবহুল প্রমোদতরী আটক করা হয়েছে। জিব্রাল্টার প্রণালিতে সাড়ে ৭ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক ইয়ট অ্যাক্সিওমাকে আটক করা হয়।

চলতি মাসের শুরুতে দিমিত্রি পাম্পইয়ানস্কির নাম নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়। রাশিয়ার এই প্রভাবশালী ব্যবসায়ী হলেন ইস্পাত পাইপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওএও টিএমকের মালিক ও চেয়ারম্যান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের প্রধান সরবরাহকারীদের একটি হলো এই কোম্পানি।

দিমিত্রির মোট সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলারের বেশি। নিষেধাজ্ঞার কারণে গত সপ্তাহ থেকে যুক্তরাজ্য ও ইইউতে থাকা তার সব সম্পদ ফ্রিজ করে রাখা হয়েছে। অবশ্য দিমিত্রির কোম্পানি ওএও টিএমকের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি পশ্চিমারা। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) আরও কয়েকটি দেশে ব্যবসা রয়েছে কোম্পানিটির।

আটক হওয়া অ্যাক্সিওমা লম্বায় প্রায় ২৩৬ ফুট। ৩ মার্চ এটি ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগুয়া থেকে যাত্রা করে। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে এটি মারমারিসে পৌঁছে। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, গ্রিক দ্বীপ ক্রিটের কাছে ইয়টটি ইইউ জলসীমায় প্রবেশ করে।

২০১৩ সালে তুরস্কের একটি শিপইয়ার্ডে নির্মিত ইয়টটি ১২ জন যাত্রী ও ২০ জন ক্রু পরিবহন করতে সক্ষম। এতে আছে দুটি বড় সুইমিং পুল, একটি জিমনেসিয়াম ও সিনেমা থিয়েটার।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়িক নেতার ব্যক্তিগত ইয়ট আটক করা হয়েছে। মূলত ইয়টগুলো রাশিয়াকে নিষিদ্ধ করা দেশগুলোর জলসীমায় প্রবেশ করলেই সেগুলো আটক করা হচ্ছে। এর আগে ইতালি, ফ্রান্স ও স্পেন থেকে কয়েকটি ইয়ট আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here