শিপিং খাতে শতভাগ বিদেশী মালিকানার অনুমোদন দিল ফিলিপাইন

ফিলিপাইন সরকার সম্প্রতি তাদের বিদেশী বিনিয়োগ নীতিতে সংশোধন এনেছে। এখন থেকে শিপিং অপারেটর, আকাশসেবা, টেলিযোগাযোগ, রেলওয়ে, সেচ খাতে শতভাগ মালিকানা কেনার সুযোগ পাবেন বিদেশী বিনিয়োগকারীরা। মহামারির বিপর্যয় কাটিয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে এ উদ্যোগ নিয়েছে দেশটি।

বিদেশী বিনিয়োগ আকর্ষণে অনেকদিন ধরেই লড়াই করেছে ফিলিপাইন। বিভিন্ন কারণে দেশটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশী বিনিয়োগকারীরা। অথচ তারা প্রতিবেশী দেশগুলোয় ঠিকই লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে।

সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে ৮৭ বছরের পুরনো পাবলিক সার্ভিস অ্যাক্টে সংশোধনী আনা হয়েছে। এই আইনে উল্লিখিত খাতগুলোয় বিদেশী বিনিয়োগের সর্বোচ্চ সীমা ছিল ৪০ শতাংশ। এই সংশোধনীর মাধ্যমে স্থানীয় বিনিয়োগকারীদের আধিপত্যে থাকা খাতগুলোয় প্রতিযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশোধনীতে স্বাক্ষর করার সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, এ পরিবর্তনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগে আকৃষ্ট হবে।

এদিকে দেশটির বাণিজ্য সচিব রামন লোপেজ বলেছেন, পানি, বিদ্যুৎ বিতরণের মতো পাবলিক ইউটিলিটি খাতগুলোয় এই সংশোধনী প্রযোজ্য নয়। এসব খাতে বিদেশী মালিকানা ৪০ শতাংশ পর্যন্ত সীমিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here