চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে প্রকৌশলী শহীদ শামশুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। প্রতিযোগিতায় বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
দৌঁড়, বর্ষা নিক্ষেপ, মিউজিক্যাল পিলো, ঝুড়িতে বল নিক্ষেপ, দড়ি টানাটানি ও যেমন খুশি তেমন সাজ ছিল প্রতিযোগিতার আয়োজনে। সকাল থেকে দিনভর আয়োজনে স্বতস্ফূর্তভাবে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
বন্দর চেয়ারম্যান বলেন, খেলাধুলা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সমাজে এখন বিনোদনের মাধ্যম অত্যন্ত সীমিত। আমরা সবাই কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত থাকি। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সারাবছর জাতীয় অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে ব্যস্ত থাকে। তাঁরা খুব সময় পান খেলাধুলা বা শরীরর চর্চায় অংশ নিতে। সবাই এই প্রতিযোগিতায় স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
এ সময় তিনি বন্দর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলাদা আলাদাভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমানসহ পরিচালকগণ, সচিব, বিভাগীয় প্রধান ও উপবিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।