![DSC_0181[1] স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও পর্ষদ সদস্যবৃন্দ](http://bandarbarta.com/wp-content/uploads/2022/03/DSC_01811.jpg)
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শনিবার (২৬ মার্চ) সকালে বন্দর রিপাবলিক প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও পর্ষদ সদস্যবৃন্দ। এরপর বন্দর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশন, বন্দর কর্মচারী পরিষদ, বন্দর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও বিভিন্ন সংগঠন একে একে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে বন্দর চেয়ারম্যান উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বন্দর চেয়ারম্যান শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
আলোচনা সভায় বন্দর চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে আমরা বাংলাদেশকে পেয়েছি, স্বাধীন ভূখন্ড পেয়েছি, মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন থমকে গিয়েছিল। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি উন্নত দেশের কাতারে।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের যে দেশটি দিয়েছেন, সেটি উন্নত করার দায়িত্ব আমাদের। ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমাদের। সেজন্য নতুন প্রজন্মকে যোগ্যভাবে গড়ে তুলতে হবে। যাতে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে তাঁর হাতকে শক্তিশালী করতে নিজ নিজ জায়গা থেকে দক্ষতা ও সততার সাথে আমাদের কাজ করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাকারিয়া ওমর ও বন্দর মহিলা কলেজের ছাত্রী ফাইরুজ হুমায়রা মুন্নী।
আলোচনা অনুষ্ঠান শেষে বন্দরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ, পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, উপ-বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।