শঙ্কা সত্ত্বেও বেড়েছে থাইল্যান্ডের রপ্তানি

চলতি বছরের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের রপ্তানি বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। গত মাসে দেশটি মোট ২ হাজার ৩৪৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা বছরওয়ারি ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

কোভিড-১৯ মহামারির ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের জোয়ারে বিশ্বজুড়ে থাই পণ্যের চাহিদা বেড়েছে। তবে রাশিয়া-ইউক্রেন চলমান উত্তেজনার কারণে দেশটির রপ্তানির গতি কিছুটা শ্লথ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। অবশ্য থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত এর নেতিবাচক প্রভাব পড়েনি।

থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারিতে দেশটির আমদানি ১৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৩৫ কোটি ডলারে উন্নীত হয়েছে। ফলে গত মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১২ কোটি ৩৩ লাখ ডলার।

চলতি বছরের প্রথম দুই মাসে থাইল্যান্ডের রপ্তানি ১২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৪ কোটি ডলার। এ সময়ে আমদানি ১৮ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৭১৪ কোটি ডলার। এ হিসাবে বছরের প্রথম দুই মাসে দেশটির বাণিজ্য ঘাটতি রয়েছে ২৪০ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here