কোভিড-১৯ প্রতিরোধে চীনের সাংহাই শহরের পশ্চিমাংশে আগে থেকেই চলছিল পাঁচদিনের লকডাউন। এবার শহরের পূর্বাংশেও পাঁচদিনের লকডাউন আরোপের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল ২৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে বিশ্বের ব্যস্ততম কনটেইনার পোর্টের শহরটি কার্যত পুরোটাই আটকা পড়ছে বিধিনিষেধের বেড়াজালে। আর এতে বিশ্বজুড়ে কনটেইনার পরিবহন স্বাভাবিক রাখার বিষয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
নতুন ঘোষণায় কর্তৃপক্ষ বলেছে, লকডাউন চলাকালে জরুরি সেবা ব্যতীত সব ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ থাকবে। জনসাধারণকেও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম নিয়মের কারণে পুরো শহরের পরিবহন সেবায় স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে লকডাউনের বিধিনিষেধের কারণে ট্রাক সেবা বন্ধ হওয়ার উপক্রম। যদিও সরকারি কর্মকর্তারা বলছেন, ট্রাকগুলো কার্গো পরিবহন চালু রাখতে পারবে। তবে ট্রাক অপারেটররা বলছে, শহরের প্রবেশপথ ও অভ্যন্তরীণ সড়কগুলো বন্ধ থাকার কারণে কার্গো পরিবহন সচল রাখা সহজ হবে না।
এছাড়া করোনা প্রতিরোধের লক্ষ্যে বন্দরেও কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বন্দরের টার্মিনালসহ অন্যান্য সংরক্ষিত অংশে প্রবেশের ক্ষেত্রে ড্রাইভারদের নিউক্লিক অ্যাসিড টেস্টে (এনএটি) ফলাফল নেগেটিভ দেখাতে হবে। বিষয়টি ট্রাক সার্ভিস স্বাভাবিক রাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিপিং লাইন মায়েরস্ক এক বিবৃতিতে তাদের সেবাগ্রহীতাদের সতর্ক করে বলেছে, সাংহাইয়ের পুডং ও পুশি এলাকায় পূর্ণাঙ্গ লকডাউন আরোপ করায় শহরটিতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে ৩০ শতাংশ প্রতিবন্ধকতা তৈরি হবে।