থাইল্যান্ডের ব্যাংককের কাছে একটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল ২৭ মার্চ মধ্যাহ্নের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্যাংকারের ডেপুটি ক্যাপ্টেনের প্রাণহানি ঘটেছে। অপর এক ক্রুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এক মাসের কম সময়ের মধ্যে এটি ট্যাংকার বিস্ফোরণের দ্বিতীয় ঘটনা। দেশটির মেরিন ডিপার্টমেন্ট এর কারণ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।
দুর্ঘটনার শিকার ট্যাংকারটির নাম আম্পার এইট। সাড়ে ৩ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার ট্যাংকারটি ব্যাংককের একটি রিফাইনারিতে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করতে যাচ্ছিল। ডকিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় নোঙ্গর ফেলার ঠিক আগ মুহূর্তে এটি স্রোতের টানে চাও ফ্রায়া নদীর ভাটিতে কিছুটা দূরে ভেসে যায়। এর পরপরই ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়।
রয়েল থাই নেভি ও স্থানীয় উদ্ধারকারী বাহিনীর টাগবোটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়ে এবং ট্যাংকার থেকে ১২ জন ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তবে ট্যাংকারটির ডেপুটি ক্যাপ্টেন মারাত্মক দগ্ধ অবস্থায় নদীতে ঝাঁপ দেন এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়। অপর এক ক্রুকে আহত অবস্থায় ট্যাংকার থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।