
বাণিজ্য পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে কলম্বোর বন্দর আরও বেশি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন শ্রীলংকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। বুধবার (৩০ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দেশটির রাষ্ট্রপতির প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাজাপাকসে এ প্রস্তাব দেন।
এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন লঙ্কান প্রেসিডেন্ট। বিশেষ করে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলায় বিশেষ মনোযোগ দিয়ে সম্মিলিত সমৃদ্ধির নীতির জন্য প্রশংসা করেন তিনি। রাজাপাকসে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সমর্থনের জন্যও বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বৈঠকে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে সম্মত হন রাজাপাকসে ও ড. মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রাম ও কলম্বো বন্দরের মধ্যে নিয়মিত বাণিজ্যিক শিপিং লাইন এবং ক্রুজ শিপিংয়ের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটনের উন্নয়নে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। দুই দেশের মধ্যে পর্যটন আরো প্রসারের জন্য পররাষ্ট্রমন্ত্রী সাশ্রয়ী এয়ার টিকিটের মূল্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ড. এ কে আব্দুল মোমেন। তিনি বাংলাদেশ থেকে আলুসহ ফার্মাসিউটিক্যালস ও কৃষিজাত পণ্য আমদানির সম্ভাবনা অন্বেষণ করার জন্যও শ্রীলঙ্কা সরকারকে প্রস্তাব দেন।
এ জন্য উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও সুবিধার্থে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সই করতে সম্মত হন।
বৈঠকে তারা খাদ্য নিরাপত্তা, আইসিটি, স্বাস্থ্যসেবা এবং সুনীল অর্থনীতিসহ সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। এ ছাড়া দুই দেশের জনগণের বৃহত্তর সুবিধার জন্য এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য মুলতবি থাকা দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনার মাধ্যমে অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত এবং সম্পূর্ণ করতে সম্মত হন।