ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়া একটি বার্জ থেকে কনটেইনার সাগরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উত্তাল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৬ মে) ভোরবেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বার্জটিকে একটি টাগবোট টেনে নিয়ে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনী ও সরকারি উদ্ধারকারী সংস্থা টোয়িংয়ের সঙ্গে যুক্ত ১০ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বার্জটি একদিকে কাত হয়ে যাওয়ায় এর একপাশের কিছু কনটেইনার সাগরে পড়ে গেছে। বাকি কনটেইনারগুলোও সাগরে ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
মার্কোপোলো ১৮৮ নামের বার্জটিকে টেনে নিয়ে যাচ্ছিল টাগবোট মেগা দায়া ৪৩। ইন্দোনেশিয়ার রাইউর পেরাওয়াং ইন্দাহ কিয়াট পাল্প অ্যান্ড পেপার (আইকেপিপি) বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল সেটি। ইন্দোনেশিয়ার নিপাহ উপকূল থেকে ১০ মাইল দূরে থাকা অবস্থায় বার্জ ও টাগবোটটি বাজে আবহাওয়া, তীব্র বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। এ সময়ে টাগবোটের ক্যাপ্টেন টোলাইন ছোট করে আনার জন্য ক্রুদের নির্দেশ দেন। এর ৪৫ মিনিটের মধ্যে বার্জটি একদিকে প্রায় ৩০ ডিগ্রি কৌণিকভাবে কাত হয়ে যায়। এই অবস্থায় ক্যাপ্টেন টোলাইন পুনরায় বাড়ানোর নির্দেশ দেন।
বার্জটির ওপর ক্রমাগত নিয়ন্ত্রণ হারাতে থাকায় টাগবোটের ক্যাপ্টেন বেতার বার্তার মাধ্যমে সাহায্য চান। এক পর্যায়ে বার্জটি ৬০ ডিগ্রি কৌণিকভাবে কাত হয়ে গেলে ক্যাপ্টেন টোলাইন পুরোপুরি বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এরপর ইন্দোনেশিয়ার নৌবাহিনী ও উদ্ধারকারী সংস্থা এসে ক্রুদের উদ্ধারে কাজ শুরু করে।
বার্জটিতে ২০ ফুট দীর্ঘ ১০৮টি ও ৪০ ফুট দীর্ঘ ৮৭টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৮টি কনটেইনার সাগরে ভেসে গেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।