মে মাসে রপ্তানি আয় ২৩ দশমিক ২৪ শতাংশ বেড়েছে

দেশের আমদানি-রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ছবি: বন্দর বার্তা

দেশের রপ্তানি আয় মে মাসে ২৩ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে বাংলাদেশ রপ্তানি থেকে ৩ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রপ্তানি আয় চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ৩৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭ দশমিক ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি হয়েছে ৩৮ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, হোম টেক্সটাইল, কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি চলতি অর্থবছরে উল্লেখযোগ্যহারে বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here