হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি একটি এলএনজি ক্যারিয়ার সম্প্রতি স্বয়ংক্রিয় নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে। বড় আকারের কোনো বাণিজ্যিক জাহাজের এটাই প্রথম অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে মহাসাগর পাড়ি দেওয়া।
৯৭ হাজার ৫০০ ডিডব্লিউটি ধারণক্ষমতার এলএনজি ক্যারিয়ার প্রিজম কারেজ তার যাত্রার অর্ধেকের বেশি পথ স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে অতিক্রম করেছে। শতাধিক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে প্রায় ৫ হাজার ৪০০ নটিক্যাল মাইল পথ সফলভাবে পাড়ি দিয়েছে ক্যারিয়ারটি।
২ মে টেক্সাসের ফ্রিপোর্ট এলএনজি টার্মিনাল থেকে যাত্রা করে প্রিজম কারেজ। এক মাসের যাত্রা শেষে ২ জুন ক্যারিয়ারটি দক্ষিণ কোরিয়ার বোরিয়েওং এলএনজি টার্মিনালে পৌঁছায়। এই যাত্রার মোট দূরত্ব ছিল ১১ হাজার নটিক্যাল মাইল।
এলএনজি ক্যারিয়ারটিতে দ্বিতীয় পর্যায়ের স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি সরবরাহ করেছে হুন্দাইয়ের সাবসিডিয়ারি কোম্পানি আভিকাস।