নিংবো ঝৌশান বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে উল্লম্ফন

মে মাসে চীনের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর নিংবো ঝৌশানে কনটেইনার হ্যান্ডলিং আগের মাসের তুলনায় বেড়েছে ১০ শতাংশ। এ সময়ে বন্দরটিতে হ্যান্ডলিং হয়েছে ৩৩ লাখ টিইইউ কনটেইনার। এপ্রিলে এর পরিমাণ ছিল ৩০ লাখ টিইইউ।

করোনার প্রকোপ মোকাবিলায় সাংহাই শহরজুড়ে আরোপিত লকডাউনের কারণে দুই মাস বিশ্বের ব্যস্ততম বন্দরটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ সময়ে বন্দরটিতে আসা অনেক জাহাজকেই চীনের অন্যান্য বন্দরে পাঠিয়ে দেওয়া হয়। মূলত এর প্রভাবেই নিংবো ঝৌশানে কনটেইনার হ্যান্ডলিংয়ে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে।

সাংহাই বন্দরে সাধারণত প্রতি মাসে প্রায় ৪০ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়। তবে মে মাসে বন্দরটিতে হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৩৪ লাখ টিইইউ।

হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে নিংবো ঝৌশান বন্দর কর্তৃপক্ষ। এর সুফলও মিলতে শুরু করেছে। মে মাসে বন্দরটিতে কনটেইনার হ্যান্ডলিং বছরওয়ারি বেড়েছে ১৬ শতাংশ। আর এপ্রিলে হ্যান্ডলিংয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছিল ১০ শতাংশ।

মে মাসে রেকর্ড ২৯৯টি জাহাজ পোর্ট কল দিয়েছে নিংবো ঝৌশান বন্দরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here