মাঙ্কিপক্সের বিস্তার রোধে সতর্কতা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরে আগত সব জাহাজকে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। গত রোববার (২৯ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজের ক্রু বা কোনো কর্মকর্তা জরুরি প্রয়োজন ছাড়া এবং বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) পূর্বানুমতি ছাড়া জাহাজ থেকে জেটিতে নামতে পারবে না। ব্ন্দরের ইমিগ্রেশন গেট (গেট-১) থেকে আউট পাস হওয়ার আগে ক্রুদের বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) অধীনে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
এছাড়া, জাহাজে থাকা কোন ব্যক্তির মধ্যে মান্ঙ্কিপক্সের উপসর্গ দেখা দিলে বা এ সংক্রান্ত কোন তথ্য থাকলে সরাসরি বন্দরের কন্ট্রোল রুমে এবং বন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এক্ষেত্রে বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) পরিদর্শন প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাহাজ চলাচল অথবা কার্গো অপারেশন পরিচালিত হবে।