চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলার আসামিরা সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মঙ্গলবার (৭ জুন) রাতে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার কারণে মানুষের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
আসামিরা হলেন, বিএম কনটেইনার ডিপোর মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খান, উপমহাব্যবস্থাপক (অপারেশন) নুরুল আক্তার খান, ব্যবস্থাপক (প্রশাসন) খালেদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উল্লাহ, জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) নাছির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবদুল আজিজ, ডিপোর শেড ইনচার্জ সাইফুল ইসলাম ও সহকারী ডিপো ইনচার্জ নজরুল ইসলাম।
ভয়াবহ এ দুর্ঘটনার পর মালিকপক্ষের দায় নিয়ে প্রশ্ন উঠলেও এ ঘটনায় করা মামলায় মালিকপক্ষের কাউকে আসামি করা হয়নি।
শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বুধবার সকাল পর্যন্ত মোট ৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিদগ্ধ শতাধিকের বেশি শ্রমিক ও কর্মকর্তা।