৮৬ ঘণ্টা পর বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে: সেনাবাহিনী

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিএম কনটেইনার ডিপো। ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ৮৬ ঘণ্টা পর নিভে গেছে। বুধবার (৮ জুন) দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‌‘দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে গেছে। কিছু কনটেইনার থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে, কিন্তু আগুন আর জ্বলছে না। কয়েকটি শেড ও অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো সরানো হচ্ছে। এর নিচে আর কোথাও কিছু আছে কি-না এখনই বলা সম্ভব নয়।’

এর আগে সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। যদিও কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ , ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here