যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্র্যাজোরিয়া কাউন্টিতে অবস্থিত ফ্রিপোর্ট এলএনজি এক্সপোর্ট টার্মিনালে সম্প্রতি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে অন্তত তিন সপ্তাহের জন্য টার্মিনালটি দিয়ে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বুধবার (৮ জুন) স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে টার্মিনালে একটি বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। নিকটবর্তী একটি পার্কের সিকিউরিটি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী ২৬টি ফায়ার ডিপার্টমেন্ট থেকে অগ্নিনির্বাপনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। তাদের অক্লান্ত প্রচেষ্টায় দিনশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিবেশ দূষণের কোনো খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ দলকে ফ্রিপোর্টে পাঠানো হয়েছে।
এলএনজির বৈশ্বিক সরবরাহ সংকটের এই সময়ে ফ্রিপোর্ট টার্মিনালটির অগ্নিদুর্ঘটনা বড় এক দুঃসংবাদ হয়েই এসেছে। তিন সপ্তাহ টার্মিনালটি বন্ধ থাকার অর্থ হলো এই সময়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানি অনেকটাই কমে যাওয়া, যা সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের মোট এলএনজি রপ্তানির ২০ শতাংশ সম্পন্ন হয় ফ্রিপোর্ট দিয়ে।
ইউরোপীয় দেশগুলোকে এর কারণে সবচেয়ে বেশি ভুগতে হবে। রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমানোর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে সমুদ্রপথে ইউরোপের মোট এলএনজি আমদানির প্রায় ৪৭ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে।