বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বড় আকারের গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। গুজরাট ও তামিলনাড়ুর উপকূলীয় সমুদ্রসীমায় কয়েকটি ব্লক থেকে অন্তত ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। ব্লকগুলো ইজারা প্রদানের জন্য আগামী তিন থেকে চার মাসের মধ্যেই নিলাম আয়োজন করবে সরকার। ভারতের ইতিহাসে এটি হবে অফশোর খাতে প্রথম ইজারা নিলাম।
ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৯ জুন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রকল্প স্থাপনের ক্ষেত্রে অবকাঠামোগত যেসব প্রয়োজনীয়তা রয়েছে, মন্ত্রণালয় এরই মধ্যে সেসব বিষয় নিয়ে পর্যালোচনা সম্পন্ন করেছে।
সরকার জানিয়েছে, আগামী তিন বছর তারা ৪ গিগাওয়াট করে ক্যাপাসিটি ইজারা দেবে। তার পরের পাঁচ বছরে বার্ষিক ৫ গিগাওয়াট করে ক্যাপাসিটির নিলাম আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।।
ভারতে নবায়নযোগ্য উৎস হিসেবে বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যবতা যাচাই প্রথম শুরু হয় ২০১৫ সালে। যদিও দেশটি এখন পর্যন্ত কোনো প্রকল্প স্থাপন করেনি অথবা কোনো ইজারা নিলামের আয়োজন করেনি।
সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে সরকার জানিয়েছে, দেশটিতে গভীর সমুদ্র খাতে বায়ুবিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনদিকে জলবেষ্টিত থাকার কারণে দেশটির রয়েছে ৪ হাজার ৭০০ মাইলের বেশি দীর্ঘ উপকূলীয় সমুদ্ররেখা।
এদিকে গভীর সমুদ্র খাতে বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে নিজেদের বৈশ্বিক মূল্যায়ন প্রতিবেদনে বিশ্বব্যাংক ভারতের জন্য দীর্ঘমেয়াদি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় ১৭৪ গিগাওয়াট। এর প্রায় অর্ধেক আসবে বটম-ফিক্সড টার্বাইন প্রকল্প থেকে। আর বাকি বিদ্যুৎ উৎপাদন করবে ভাসমান টার্বাইন।