কার্যক্রম ঢেলে সাজাচ্ছে কার্নিভালের তিনটি ব্র্যান্ড, অবসরে একটি জাহাজ

করোনা মহামারির ধাক্কা সামলে এখন স্বাভাবিক হতে শুরু করেছে ভ্রমণ ও পর্যটন খাত। এরই ধারাবাহিকতায় নতুন করে প্রাণসঞ্চার হয়েছে ক্রুজ শিল্পে। পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন এসেছে ট্রাভেল প্যাটার্নে। এর সঙ্গে তাল মিলিয়ে নিজেদের কার্যক্রমে পরিবর্তন আনছে কার্নিভাল করপোরেশনের তিনটি ব্র্যান্ড।

এদিকে করপোরেশনের মালিকানাধীন পুরনো একটি প্রমোদতরীকে অবসরে পাঠানো হয়েছে। গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্নল্ড ডোনাল্ড জানিয়েছেন, ২০২২ সালে পুরো বছর জুড়েই কার্নিভালের কার্যক্রমকে ঢেলে সাজানোর কর্মযজ্ঞ চলবে। এর অংশ হিসেবে প্রমোদতরীগুলোকে রিডিপ্লয় করা হবে এবং পুরনো জাহাজগুলোকে অবসরে পাঠানো হবে। এই পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে এআইডিআভিটাকে দিয়ে।

প্রমোদতরীটি কার্নিভালের জার্মান ব্র্যান্ড আইডার অধীনে পরিচালিত হতো। সম্প্রতি ব্র্যান্ডটি নতুন ও অপেক্ষাকৃত বড় আকারের একটি এলএনজিচালিত প্রমোদতরী তাদের বহরে যোগ করেছে। বিপরীতে অবসরে পাঠিয়ে দিচ্ছে দুই দশক ধরে সেবা দিয়ে আসা এআইডিআভিটাকে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, আইডা শুধু জাহাজটিকে অবসরেই পাঠাচ্ছে না, এরই মধ্যে সেটি বিক্রিও করে দিয়েছে। তবে কোম্পানিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনোরূপ মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। তারা কেবল এটি জানিয়েছে যে, প্রমোদতরীটি আর তাদের সার্ভিসে যুক্ত হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here