শিপিং খাতে নজরদারি বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ সোমবার নতুন একটি বিলে অনুমোদন দিয়েছে, যেটি সমুদ্র পরিবহন খাতের তদারকি ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। সমর্থকরা বলছেন, আইনটি কার্যকর হলে তা মূল্যস্ফীতি ও রপ্তানি পণ্যের জট কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিনিধি পরিষদে ৩৬৯-৪২ ভোটে বিলটি পাস হয়েছে। এখন সেটি প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউজে পাঠানো হবে। প্রেসিডেন্ট এই বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে। বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি বিলটিতে স্বাক্ষর করার জন্য প্রস্তুত রয়েছেন।

এই আইনের মাধ্যমে ফেডারেল মেরিটাইম কমিশনের (এফএমসি) নজরদারি ক্ষমতা আরও বাড়বে। সংস্থাটি সমুদ্র পরিবহন খাতের তদারকি ও এই শিল্পে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। নতুন আইনের অধীনে এফএমসি সমুদ্রগামী সাধারণ ক্যারিয়ারের ব্যবসায়িক কার্যক্রমে তদন্ত করতে এবং আইনগত পদক্ষেপ নিতে পারবে। এছাড়া ক্যারিয়ারগুলোকে প্রত্যেক প্রান্তিকে আমদানি/রপ্তানির মোট পরিমাণের তথ্য এফএমসির কাছে জমা দিতে হবে।

২০২১ সালটা যুক্তরাষ্ট্রের সমুদ্র পরিবহন খাতের জন্য বিষ্মরণযোগ্য একটা বছর ছিল। জাহাজজট, কনটেইনার সংকট, আকাশচুম্বী ভোক্তা চাহিদা ইত্যাদি কারণে মার্কিন বন্দরগুলোকে কার্যক্রম পরিচালনায় রীতিমতো হিমসিম খেতে হয়েছে। শিপিং খাতের এই দূরাবস্থা দেশটির আইনপ্রণেতাদের নড়েচড়ে বসতে বাধ্য করেছে। কী পদক্ষেপ নিলে এই খাতের স্বাভাবিক গতি ফিরে এসে সাপ্লাই চেইনের অচলাবস্থা দূর হবে, সেই বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন তারা। এরই ফলশ্রুতিতে গত মার্চে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ওশান শিপিং রিফর্ম অ্যাক্ট নামে একটি আইন পাস হয়। তার আগে গত বছরের ডিসেম্বরে একই ধরনের আরেকটি বিল প্রতিনিধি পরিষদের অনুমোদন পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here