ডুবন্ত কার্গো জাহাজের ক্রুদের উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড

ভারতীয় কোস্ট গার্ড সম্প্রতি ডুবন্ত একটি কার্গো জাহাজের ১৫ নাবিককে উদ্ধার করেছে। তারা সবাই সিরীয় নাগরিক। জাহাজ ডুবতে দেখে তারা লাইফবোটে উঠে পড়েন। কোস্ট গার্ড তীব্র প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাদের সেখান থেকে উদ্ধার করেন।

প্রিন্সেস মিরাল নামের জাহাজটি ৩২ বছরের পুরনো। ৭ হাজার ডিডব্লিউটির জেনারেল কার্গো জাহাজটি গত মাসে চীনে ৮ হাজার টন ইস্পাত কয়েল বোঝাই করে লেবাননের পথে যাত্রা করে। চলতি মাসের শুরুর দিকে সেটি পোর্ট ক্ল্যাং-এ নোঙ্গর করে এবং গত সপ্তাহের শুরুর দিকে ভারতের জলসীমায় প্রবেশ করে। ১৮ জুন জাহাজটি নিউ ম্যাঙ্গালোরের উত্তরে নোঙ্গর করে। পরে সেখান থেকে বন্দর নগরীটির দক্ষিণে চলে যায় জাহাজটি। সেখান থেকে সুয়েজ খালের পথে রওনা হওয়ার পরপরই দুর্ঘটনায় পড়ে প্রিন্সেস মিরাল।

২১ জুন জাহাজটি থেকে সাহায্য চেয়ে একটি বার্তা পায় ভারতীয় কোস্ট গার্ড। এই বার্তায় জাহাজের ক্রুরা জানায়, জাহাজটি ডুবতে থাকায় তারা সেটিকে ত্যাগ করে লাইফবোটে আরোহন করতে যাচ্ছে। বার্তা পেয়ে কোস্ট গার্ডের দুটি উদ্ধারকারী জাহাজ বীক্রম ও অমর্ত্য দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং লাইফবোটে ভাসমান অবস্থায় ক্রুদের উদ্ধার করে। কোস্ট গার্ড কর্তৃক প্রকাশিত দুর্ঘটনাকবলিত জাহাজের ছবিতে দেখা যায়, সেটির পেছনের দিকটা পানিতে ডুবতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here