হংকংয়ের ভাসমান রেস্তোরাঁটি উল্টে গেলেও পুরোপুরি ডুবে যায়নি

পরিচালনাকারী কোম্পানির মুখপাত্রের দাবি

দক্ষিণ চীন সাগরে সম্প্রতি ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে উল্টে যাওয়া হংকংয়ের বিখ্যাত ভাসমান বহুতল রেস্তোরাঁটি এখনও পুরোপুরি ডুবে যায়নি বলে দাবি করেছেন এর পরিচালনাকারী প্রতিষ্ঠানের একজন মুখপাত্র। এদিকে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে যদি কোনো খবর প্রকাশ হয়, সেটি মিথ্যা বলে দাবি করেছে রেস্তোরাঁটিকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্বপ্রাপ্ত টোয়িং কোম্পানির কর্মকর্তারা।

পাঁচ দশক ধরে প্রায় ৩ কোটি মানুষকে সেবা দেওয়া জাম্বো ফ্লোটিং রেস্টুরেন্ট ছিল হংকংয়ের পর্যটন খাতের জন্য অন্যতম গর্বের প্রতীক। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টম ক্রুজসহ অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এই রেস্তোরাঁর আতিথেয়তা গ্রহণ করেছেন। এছাড়া জনপ্রিয় অনেক চলচ্চিত্রেরও দৃশ্যধারণ হয়েছে সেখানে। পুরনো একটি বার্জের ওপর নির্মাণ করা হয়েছিল বহুতল রেস্তোরাঁটি।

কিন্তু পাঁচ বছরের এই গৌরবময় যাত্রায় বাধ সাধে কোভিড-১৯ মহামারি। বৈশ্বিক এই দুর্যোগের কারণে রেস্তোরাঁটির ডাইনিং সেবা বন্ধ হয়ে যায়। ২০২০ সাল থেকে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি পরিচালনাকারী কোম্পানি অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজের ওপর আর্থিক চাপ তৈরি করছিল। এ কারণে রেস্তোরাঁটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে কোম্পানিটি। এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই ভাসমান রেস্তোরাঁটিকে একটি কোরীয় টাগবোটের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল।

১৪ জুন হংকংয়ের হারবার ত্যাগ করে জাম্বো। একে টেনে নিয়ে যাচ্ছিল দক্ষিণ কোরিয়ার টাগবোট জায়উন নাইন। তবে ১৯ জুন দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছানোর পর প্রতিকূল আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে তারা। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে উল্টে যায় জাম্বো। টোয়িং কোম্পানির লোকজন অনেক চেষ্টা করেও ভেসেলটিকে উদ্ধার করতে পারেনি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, যেই স্থানে রেস্তোরাঁটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেখানে পানির গভীরতা ১ হাজার মিটারের বেশি। ফলে উদ্ধারকাজ চালানো ছিল খুবই কঠিন।

বিশ্বজুড়ে গণমাধ্যমের খবরে রেস্তোরাঁটি ডুবে গেছে বলে খবর প্রকাশ হলেও হংকং মেরিন ডিপার্টমেন্টের একটি প্রতিবেদনে বৃহস্পতিবার (২৩ জুন) জানানো হয়েছে, সেটি হয়তো এখনও পুরোপুরি ডুবে যায়নি অর্থাৎ সাগরতলে পতিত হয়নি। এদিকে অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজের একজন মুখপাত্র আজ (২৪ জুন) ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন যে রেস্তোরাঁটি উল্টে গেলেও এখনও ভাসমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here