সাগরকে দূষণমুক্ত করার জন্য লড়াই করা এনজিও সিক্লিনার্স ২০২৫ সালের শেষ নাগাদ তাদের সেইলবোট মান্তার কার্যক্রম শুরু করতে পারার প্রত্যাশা করছে। সম্প্রতি ফরাসি সার্টিফিকেশন কোম্পানি ব্যুরো ভেরিতাস মান্তার নকশাকে নীতিগত অনুমোদন দিয়েছে।
গত চার বছর ধরে মান্তার ডিজাইন কনসেপ্ট তৈরির পেছনে শ্রম দিয়েছেন গবেষকরা। সিক্লিনার্স জানিয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন ৬০ জনের বেশি প্রকৌশলী, টেকনিশিয়ান ও গবেষক। এছাড়া পাঁচটি রিসার্চ ল্যাবরেটরি ও ২০টি কোম্পানি এই ডিজাইন কনসেপ্ট তৈরির কাজে সহায়তা করেছে। ব্যুরো ভেরিতাস সম্প্রতি মান্তার সার্বিক কাঠামো, স্থিতিশীলতা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট নকশা পর্যালোচনা করে তাতে নীতিগত অনুমোদন দিয়েছে।
মান্তা হবে ১৮৩ ফুট দীর্ঘ একটি সেইলবোট, যার বিমের দৈর্ঘ হবে ৮৫ ফুট ও মাস্তুলের উচ্চতা হবে ২০০ ফুট। সাগরে ভাসমান বর্জ্য পচে-গলে যাওয়ার আগেই সেইলবোটটি সেগুলোকে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে সক্ষম হবে।