চীনা জাহাজনির্মাতা হুডং-ঝংহুয়া শিপবিল্ডিং (গ্রুপ) কোম্পানি লিমিটেড সম্প্রতি তাইওয়ানিজ শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিনের কাছে ২৪ হাজার টিইইউর বেশি ধারণক্ষমতার নতুন একটি কনটেইনার জাহাজ হস্তান্তর করেছে। জাহাজটি বিশ্বের বৃহত্তম কনটেইনার জাহাজ হতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
৩৯৯ দশমিক ৯৯ মিটার দীর্ঘ ও ৬১ দশমিক ৫ মিটার প্রশস্ত জাহাজটির নাম দেওয়া হয়েছে এভার অ্যালোট। এর ডেকের আয়তন ২৪ হাজার বর্গমিটার। আর কার্গো কম্পার্টমেন্টের গভীরতা ৩৩ দশমিক ২ মিটার। জাহাজটি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে কনটেইনার পরিবহন করবে।
বর্তমানে মোট ১৩টি এ ক্লাস আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজ বহরে যোগ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এভারগ্রিন মেরিন। এভার অ্যালোট এর মধ্যে সপ্তম জাহাজ। এর আগে যে ছয়টি মেগাশিপ তাদের বহরে যোগ হয়েছে, সেগুলো ২৩ হাজার ৯৯২ টিইইউ ধারণক্ষমতার। সবগুলোই সরবরাহ করেছিল দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ।
চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) সাবসিডিয়ারি হুডং-ঝংহুয়া বর্তমানে ২৪ হাজার টিইইউ ধারণক্ষমতার নয়টি আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজ তৈরি করছে। এর মধ্যে তিনটি হবে এভারগ্রিন মেরিনের এ-ক্লাস মেগাশিপ। এছাড়া সিএসএসসির জিয়াংনান শিপইয়ার্ডে এভারগ্রিনের জন্য তৈরি হচ্ছে ২৪ হাজার টিইইউ ধারণক্ষমতার আরও দুটি এ-ক্লাস কনটেইনার জাহাজ।