আকাবায় ক্রেন থেকে ক্লোরিনভর্তি ট্যাংক খসে পড়ে বিষ্ফোরণ, নিহত ১২

বিষ্ফোরণের পর হলুদ রংয়ের ধোঁয়ার কুণ্ডলীতে বন্দর এলাকা ছেয়ে যায়

জর্ডানের আকাবা বন্দরে একটি জাহাজে তরলীকৃত ক্লোরিন গ্যাসভর্তি ট্যাংক বোঝাই করার সময় দুর্ঘটনায় একটি ট্যাংকে বিষ্ফোরণ ঘটেছে। এই ঘটনায় জাহাজ ও পাশ্ববর্তী ডক এলাকায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ২৬০ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি জাহাজে তরলীকৃত ক্লোরিনভর্তি প্রায় ২০টি ট্যাংক বোঝাই করা হচ্ছিল। এই গ্যাস পানি জীবাণুমুক্তকরণ ও পরিশোধনের কাজে ব্যবহার হয়। ট্যাংকগুলোর গন্তব্য ছিল জিবুতি। বোঝাইয়ের সময় একটি ট্যাংক ক্রেন থেকে খসে জাহাজের ডেকে আছড়ে পড়ে। পরিবহনের জন্য ক্লোরিন গ্যাসকে তীব্র চাপে শীতলীকরণের মাধ্যমে তরল অবস্থায় ট্যাংকে ভরা হয়। তীব্র চাপের কারণে ট্যাংকে জোরে আঘাত লাগায় সেটি বিষ্ফোরিত হয় এবং হলুদ রংয়ের ধোঁয়ার কুণ্ডলীতে বন্দর এলাকা ছেয়ে যায়।

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, যে ক্রেনটি ট্যাংক তুলে জাহাজে বোঝাই করছিল, সেটির যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ক্রেনের প্রধান তারগুলোর কোনো একটি ছিঁড়ে গিয়েও ট্যাংক খসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ট্যাংকটিতে ২৫ থেকে ৩০ টন ক্লোরিন ছিল বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here