লক্ষ্যমাত্রার তুলনায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায়

চট্টগ্রাম কাস্টম হাউস

রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দিয়েই নতুন অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে জুলাই মাসে।

জুলাই মাসে ৪ হাজার ৪৮২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের জুলাই মাসে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পণ্য আমদানি কমে যায়। তবে আমদানি কমলেও ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে পণ্যমূল্য বেড়েছে আর সে কারণে শুল্ক–কর আদায়ও বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here