রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দিয়েই নতুন অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে জুলাই মাসে।
জুলাই মাসে ৪ হাজার ৪৮২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের জুলাই মাসে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পণ্য আমদানি কমে যায়। তবে আমদানি কমলেও ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে পণ্যমূল্য বেড়েছে আর সে কারণে শুল্ক–কর আদায়ও বৃদ্ধি পেয়েছে।