রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যে তেল উত্তোলন সামান্য পরিমাণে বৃদ্ধি করতে সম্মত হয়েছে ওপেক প্লাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরে প্রতিদিন এক লাখ ব্যারেল অতিরিক্ত তেল উত্তোলন করবে জোটভুক্ত দেশগুলো।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের দুই সপ্তাহের মাথায় এই সিদ্ধান্ত নিল ওপেক প্লাস। ওই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট বাইডেনকে আশ্বস্ত করেছিলেন যে, জ্বালানির বাজার যেন স্থিতিশীল থাকে, সেই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন তিনি।
ওপেক প্লাসের উত্তোলন বাড়ানোর এই সিদ্ধান্ত জ্বালানির বাজারে কিছুটা হলেও স্বস্তির বাতাস বয়ে আনবে। অবশ্য জোটটি জুলাই ও আগস্টে যে পরিমাণে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত অনুযায়ী চলছে, সেপ্টেম্বরের পরিমাণ তার থেকে অনেকটাই কম। গত ২ জুন ওপেক প্লাসের মন্ত্রী পর্যায়ের বৈঠকে জুলাই ও আগস্টে প্রতিদিন অতিরিক্ত ৬ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।