বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর একটি হলো চীন-যুক্তরাষ্ট্র রুট। এই দুই দেশের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহনের চাপ কোন পর্যায়ে পৌঁছতে পারে, তা গত বছর ভালোভাবেই উপলব্ধি করা গেছে। অনেক সময় এই চাপ সামাল দিতে হিমসিম খেতে হয়েছে শিপিং কোম্পানিগুলোকে। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে ‘ক্যারিয়ার ফিফটি থ্রি’। চীন-যুক্তরাষ্ট্র রুটে কনটেইনার পরিবহন করবে নতুন এই শিপিং কোম্পানি।
ক্যারিয়ার ফিফটি থ্রি প্রতিষ্ঠা করেছে জার্মান কনটেইনার লিজিং কোম্পানি লোটাস কনটেইনারস। ২০০৮ সালে যাত্রা করা কোম্পানিটি কনটেইনার বিক্রি, ইজারা ও ক্রয় কার্যক্রমে যথেষ্ট পারদর্শিতা ও অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতার ওপর ভর করেই নতুন শিপিং কোম্পানি চালু করেছে তারা।
প্রাথমিকভাবে চীন ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় বন্দরের মধ্যে প্যাসিফিক রুটে চলাচল করবে ক্যারিয়ার ফিফটি থ্রির ছয়টি জেনারেল পারপাস কার্গো শিপ। চীনে জাহাজগুলো যাত্রা শুরু করবে হুমেন ও তাইস্যাং বন্দর থেকে। আর যুক্তরাষ্ট্রের সেগুলোর গন্তব্য হবে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড। চলতি মাসেই এই কার্যক্রম শুরু হবে।
এই ছয়টি জাহাজের প্রতিটি ৭০০ টিইইউ কনটেইনার পণ্য নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে সক্ষম। তবে এই কনটেইনারগুলো ২০-ফুট কিংবা ৪০-ফুটের নয়, তুলনামূলক বড় ৫৩-ফুটের হবে। এ থেকেই কোম্পানির নামকরণ করা হয়েছে ক্যারিয়ার ফিফটি থ্রি।
কোম্পানিটি দাবি করেছে, তারা তুলনামূলক কম সময় ও প্রতিযোগিতামূলক ভাড়ায় পণ্য পরিবহন করবে। এছাড়া ‘গো লাইভ’ অফারের অধীনে ৪০-ফুট কনটেইনারের ভাড়ায় ৫৩-ফুট কনটেইনার পরিবহন করবে তারা।