ইউক্রেন থেকে আফ্রিকায় খাদশস্য পাঠাতে জাহাজ ভাড়া করেছে জাতিসংঘ

ইউক্রেনের ইউঝনে বন্দরে নোঙ্গর করে থাকা ডব্লিউএফপির ভাড়া করা জাহাজ ব্রেভ কমান্ডার

ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানিতে গতি আনা এবং আফ্রিকার খাদ্য সংকট দূর করার লক্ষ্যে ২৩ হাজার ৭০০ ডিডব্লিউটির একটি ড্রাই বাল্ক ক্যারিয়ার ভাড়া করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ব্রেভ কমান্ডার নামের লেবাননে নিবন্ধিত জাহাজটি এরই মধ্যে ইউক্রেনের বন্দরে নোঙ্গর করেছে।

এমন এক সময়ে জাতিসংঘ এই সিদ্ধান্ত নিল, যখন ইস্তাম্বুলের জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার (জেসিসি) জানিয়েছে যে, ইউক্রেনমুখী ও ইউক্রেন থেকে বেরিয়ে যাওয়ার রুটে জাহাজ চলাচলের গতি স্বাভাবিক রয়েছে। শুধু তাই নয়, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো একটি জাহাজ রাউন্ডট্রিপও সম্পন্ন করেছে।

ডব্লিউএফপির পাশাপাশি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বেশ কয়েকটি বেসরকারি দাতা সংস্থা এই কার্যক্রমে অর্থ সহায়তা করছে।

রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে রাউন্ডট্রিপ সম্পন্ন করা প্রথম জাহাজ ফুলমার এস

তুরস্কে জেসিসির পরীক্ষা-নিরীক্ষা শেষে কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে ইউক্রেনের ইউঝনে বন্দরের উদ্দেশে যাত্রা করার অনুমতি পায় ব্রেভ কমান্ডার। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১২ আগস্ট) বাল্ক ক্যারিয়ারটি বন্দরে নোঙ্গর করেছে এবং ২৩ হাজার টনের বেশি গম বোঝাই করা শুরু করেছে। আগামীকাল সোমবার (১৫ আগস্ট) জাহাজটি এথিওপিয়ার উদ্দেশে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে প্রতিষ্ঠিত মানবিক করিডোরের কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে সম্প্রতি। শনিবার (১৩ আগস্ট) ফুলমার এস নামের একটি জাহাজ ইউক্রেনের কর্নোমর্স্ক বন্দর থেকে ১২ হাজার টন ভুট্টা বোঝাই করে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো জাহাজ বাইরে থেকে ইউক্রেনে গিয়ে খাদ্যশস্য বোঝাই করে আবার ফিরে এল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here