রপ্তানি চাপে ভারতের বাণিজ্য ঘাটতি তিনগুণ

চলতি বছরের জুলাইয়ে ভারতের রপ্তানি বছরওয়ারি ২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। আমদানি বেড়েছে ৪৩ দশমিক ৬১ শতাংশ। রপ্তানির তুলনায় আমদানির এই উল্লম্ফনের কারণে গত মাসে দেশটির বাণিজ্য ঘাটতিও আকাশছোঁয়া হয়েছে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, জুলাইয়ে ভারতের রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৬২৭ কোটি ডলার, যা পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। আলোচ্য মাসে দেশটিতে আমদানি হয়েছে ৬ হাজার ৬২৭ কোটি ডলারের পণ্য। আমদানির তুলনায় রপ্তানি চাপে থাকায় বাণিজ্য ঘাটতি প্রায় তিনগুণে উন্নীত হয়েছে। ২০২১ সালের জুলাইয়ে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ৬৩ কোটি ডলার। গত মাসে তা ১৮২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার কোটি ডলারে।

২০২১ সালের জুলাইয়ে ভারতের রপ্তানি ছিল ৩ হাজার ৫৫১ কোটি ডলার। আর আমদানি ছিল ৪ হাজার ৬১৫ কোটি ডলার।

গত মাসে ভারতের পেট্রোলিয়াম ও অলংকার-বহির্ভূত পণ্য রপ্তানি ছিল ২ হাজার ৬৬২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৫৫ শতাংশ বেশি। আলোচ্য সময়ে দেশটির পেট্রোলিয়াম ও অলংকার-বহির্ভূত আমদানি ছিল ৩ হাজার ৮৪৫ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪২ দশমিক ৯১ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here