উন্নয়নশীল দেশের পণ্যে আমদানি শুল্ক কমাবে যুক্তরাজ্য

নতুন করে শতাধিক পণ্যের আমদানি শুল্ক কমাতে চলেছে যুক্তরাজ্য। বাণিজ্য সংযোগ বাড়াতে বিশ্বের অর্ধশতাধিক দরিদ্র দেশের পণ্য আমদানিতে এ সুবিধা দেবে দেশটি। আগামী জানুয়ারিতে ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম নামের এ উদ্যোগ কার্যকর হবে। জামাকাপড়, জুতা ও খাবারের মতো কম উৎপাদিত হওয়া পণ্যগুলো দেশটিতে ছাড় বা শুল্কমুক্ত সুবিধা পাবে।

বিবিসির খবর অনুসারে, ইইউর সদস্য থেকে বেরিয়ে আসার পর থেকে বৈশ্বিক বাণিজ্য নিয়ে চাপে পড়ে যুক্তরাজ্য। এর পর থেকেই দেশটি আঞ্চলিক বাণিজ্য জোট ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ব্রেক্সিটের পাশাপাশি বৈশ্বিক সংকটের কারণে দেশটির মূল্যস্ফীতি চার দশকের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এ অবস্থায় করছাড় দিয়েও উন্নয়নশীল বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাইছে লন্ডন।

নতুন উদ্যোগের মাধ্যমে ৬৫টি উন্নয়নশীল অর্থনীতির পণ্য করছাড়ের আওতায় আসবে। দেশটি আগে থেকেই এমন কিছু সুবিধা দিয়ে রেখেছে। ফলে উন্নয়নশীল দেশগুলো হাজার হাজার পণ্য শুল্ক ছাড়াই যুক্তরাজ্যে রপ্তানি করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here