ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মেরিটাইম ফোর্সগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ নৌমহড়া সাউথইস্ট এশিয়া কো-অপারেশন অ্যান্ড ট্রেনিং (সিক্যাট) সম্প্রতি শুরু হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর, রিপাবলিক অব সিঙ্গাপুর নেভি ও আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা কেন্দ্র ইনফরমেশন ফিউশন সেন্টার।
১৬ আগস্ট সিঙ্গাপুরে দুই সপ্তাহব্যাপী এই নৌমহড়ার উদ্বোধন করা হয়। এটি সিক্যাটের ২১তম আসর। মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বা সমুদ্র নিরাপত্তা-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই মূলত এই মহড়া নিয়মিত আয়োজন করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার উপক’লীয় দেশগুলোর মধ্যে সমুদ্র অংশীদারিত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার করাও সিক্যাটের অন্যতম উদ্দেশ্য।
এই মহড়ায় ইন্দো-প্যাসিফিকের ২১টি অংশীদার দেশ এবং আন্তর্জাতিক ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। দুই সপ্তাহের এই আয়োজনে তারা বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা, কর্মশালা ইত্যাদিতে অংশ নেবেন। এবারের আসরে সমুদ্র নিরাপত্তায় আনম্যানড এরিয়ার সিস্টেমের ব্যবহার বিশেষ গুরুত্ব পাবে।