সিঙ্গাপুরে সমুদ্র নিরাপত্তা মহড়া সিক্যাট শুরু

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মেরিটাইম ফোর্সগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ নৌমহড়া সাউথইস্ট এশিয়া কো-অপারেশন অ্যান্ড ট্রেনিং (সিক্যাট) সম্প্রতি শুরু হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর, রিপাবলিক অব সিঙ্গাপুর নেভি ও আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা কেন্দ্র ইনফরমেশন ফিউশন সেন্টার।

১৬ আগস্ট সিঙ্গাপুরে দুই সপ্তাহব্যাপী এই নৌমহড়ার উদ্বোধন করা হয়। এটি সিক্যাটের ২১তম আসর। মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বা সমুদ্র নিরাপত্তা-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই মূলত এই মহড়া নিয়মিত আয়োজন করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার উপক’লীয় দেশগুলোর মধ্যে সমুদ্র অংশীদারিত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার করাও সিক্যাটের অন্যতম উদ্দেশ্য।

এই মহড়ায় ইন্দো-প্যাসিফিকের ২১টি অংশীদার দেশ এবং আন্তর্জাতিক ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। দুই সপ্তাহের এই আয়োজনে তারা বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা, কর্মশালা ইত্যাদিতে অংশ নেবেন। এবারের আসরে সমুদ্র নিরাপত্তায় আনম্যানড এরিয়ার সিস্টেমের ব্যবহার বিশেষ গুরুত্ব পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here