চলতি বছরের প্রথমার্ধে রেকর্ড ৭২ কোটি ১০ লাখ ডলার মুনাফা করেছে ডিপি ওয়ার্ল্ড। ২০২১ সালের একই সময়ে দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৪৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এ বছর কোম্পানির মুনাফা বেড়েছে ৫১ দশমিক ৮ শতাংশ।
জানুয়ারি-জুন মেয়াদে ডিপি ওয়ার্ল্ড ৩ কোটি ৯৪ লাখ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির আয় ৬০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
দুবাইয়ের জেবেল আলি বন্দর, চীনের কিংদাও, ভারতের মুম্বাই, মুন্দ্রা ও চেন্নাই, মিসরের সোখনা, লন্ডন গেটওয়ে ও ডমিনিক রিপাবলিকের কসেডো বন্দরসহ ৪০টি দেশের ৮২টি মেরিন ও ইনল্যান্ড টার্মিনাল পরিচালনা করে ডিপি ওয়ার্ল্ড।
২০২১ সালে তারা মোট ৭ কোটি ৭৯ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছিল, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি।