প্রথমার্ধে রেকর্ড মুনাফা ডিপি ওয়ার্ল্ডের

চলতি বছরের প্রথমার্ধে রেকর্ড ৭২ কোটি ১০ লাখ ডলার মুনাফা করেছে ডিপি ওয়ার্ল্ড। ২০২১ সালের একই সময়ে দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৪৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এ বছর কোম্পানির মুনাফা বেড়েছে ৫১ দশমিক ৮ শতাংশ।

জানুয়ারি-জুন মেয়াদে ডিপি ওয়ার্ল্ড ৩ কোটি ৯৪ লাখ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির আয় ৬০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

দুবাইয়ের জেবেল আলি বন্দর, চীনের কিংদাও, ভারতের মুম্বাই, মুন্দ্রা ও চেন্নাই, মিসরের সোখনা, লন্ডন গেটওয়ে ও ডমিনিক রিপাবলিকের কসেডো বন্দরসহ ৪০টি দেশের ৮২টি মেরিন ও ইনল্যান্ড টার্মিনাল পরিচালনা করে ডিপি ওয়ার্ল্ড।

২০২১ সালে তারা মোট ৭ কোটি ৭৯ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছিল, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here