জাপানের হোনশু দ্বীপের দক্ষিণ উপকূলীয় বন্দর কুশিমোতোর নিকটে সম্প্রতি রাসায়নিকভর্তি একটি ট্যাংকারের সঙ্গে ছোট আকারের একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে আনুমানিক দুইটার দিকে জাপানি মালিকানাধীন ট্যাংকার রিয়োশিন মারু ও বেলিজের পতাকাবাহী কার্গো জাহাজ শিন হাই ৯৯-এর মধ্যে এই সংঘর্ষ ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় রিয়োশিন মারুর সামনের অংশ গিয়ে শিন হাইয়ের পেছনের দিকে আঘাত হানে। সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনায় শিন হাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজটি থেকে কিছু পরিমাণ তেল নিঃসৃত হয়ে সাগরের পানিতে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গণমাধ্যমের তোলা ছবিতে দেখা যায়, ট্যাংকারের ধাক্কায় শিন হাইয়ের পেছনের দিকের কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এর ফলে কার্গো জাহাজটি ডানদিকে কিছুটা কাত হয়ে গেছে। তবে উদ্ধারকর্মীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা গেছে। অন্যদিকে রিয়োশিন মারুর খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কেবল সামনের দিকের কিছু জায়গায় রং চটে গেছে।
কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে জাপান কোস্ট গার্ড (জেসিজি)। এছাড়া জাহাজ থেকে খুব বেশি পরিমাণে তেল যেন পানিতে ছড়িয়ে পড়তে না পারে, সেই লক্ষ্যে দূষণ নিয়ন্ত্রণ তৎপরতা চালানো হচ্ছে।