বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর বর্ধিত কনটেইনার হ্যান্ডলিং চার্জ ঠেকাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
আইসিডিগুলোর চার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার (২২ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
চিঠিতে বলা হয়, চলমান বশ্বি অর্থনৈতিক সংকটময় পররিস্থতিতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে আইসিডি নীতিমালা-২০১৬ অনুযায়ী, আইসিডির চার্জ নির্ধারণের জন্য একটি ট্যারিফ কমিটি গঠন করা হয়েছে। কিন্তু ট্যারিফ কমিটির অনুমোদন ছাড়াই বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলো একতরফাভাবে বেশি চার্জ ধার্য করছে।
চলমান অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে চার্জ বৃদ্ধি রোধে জরুরি পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিজিএমইএ।