খাদ্য আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনও সমস্যা নেই। আন্তর্জাতিকভাবেও কোনও বাধা নেই। তিনি বলেন, ‘দেশে খাদ্যের মজুত কেমন আছে, সেটা নিয়ে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোনও আলোচনা হয়নি। আমরা চেষ্টা করব ডলার রেটটা বাড়াতে। তেল নিয়েও কোনও আলোচনা হয়নি। রপ্তানির বিষয়ে কথাবার্তা বলা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক, আন্তর্জাতিকভাবে কোনও বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টি ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। প্রয়োজন হলে খাদ্য আনতে হবে, তবে এতে কোনও বাধা নেই। বৈঠকে খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচন হয়েছে।’ জ্বালানি তেল নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here