জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাতির পিতার ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও কবর জিয়ারত, দোয়া মাহফিলসহ বেশ কিছু কর্মসূচি পালন করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী, নৌপরিবহন সচিব, বন্দর চেয়ারম্যান ও অন্যান্য সকল অতিথিবৃন্দ কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।