রাশিয়ার তেল আমদানির বিষয়ে সিদ্ধান্ত নমুনা পরীক্ষার পর

প্রতিকী ছবি

রাশিয়ার তেলের নমুনা পরীক্ষার পরেই আমদানির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। রাশিয়া অনেকদিন ধরেই বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব দিয়ে আসছিল। শুরুতে চিন্তা করা হচ্ছিল অপরিশোধিত জ্বালানি তেল এনে বাংলাদেশে পরিশোধন করা হবে। কিন্তু রাশিয়ার তেলের ধরণ কী, বাংলাদেশের পরিশোধনাগারে তা পরিশোধন করা যাবে কিনা; সে বিষয়ে আমরা নিশ্চিত নয় বাংলাদেশ। নমুনা পরীক্ষার পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে রাশিয়ার তেলের নমুনা বাংলাদেশে এসে পৌঁছেছে।

ইউক্রেন যুদ্ধের পরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবও রাশিয়া থেকে তেল আমদানি করেছে।

এ ছাড়া প্রতিবেশী দেশ ভারত ও চীন রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে। সম্প্রতি ভারতের একটি তেল পরিশোধনাগার রাশিয়ার তেল পরিশোধন করে দেওয়ার প্রস্তাব দেয় বাংলাদেশকে। এই প্রস্তাবের পর প্রধানমন্ত্রীর নির্দেশে বিপিসি একটি কমিটি গঠন করে। কমিটির তেল আমদানি করা যাবে কিনা সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এই প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে আসেনি। কমিটি কাজ করছে। তারা প্রতিবেদন দিলে আমরা বিষয়টি বিবেচনা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here