সম্প্রতি জাপানি শিপিং কোম্পানি এনওয়াইকের কাছে নতুন একটি উড চিপ ক্যারিয়ার হস্তান্তর করা হয়েছে, যেটি সাগর থেকে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ করতে পারবে। জাহাজটির সংগৃহীত মাইক্রোপ্লাস্টিক পরীক্ষাগারে গবেষণার কাজে ব্যবহৃত হবে।
স্টেলার হারমোনি নামের জাহাজটি জাপানি জাহাজনির্মাতা ইমাবারির ইওয়াগি জোসেন শিপইয়ার্ডে নির্মাণ করা হয়েছে। ২৩ আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মূলত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে জাপানে কাগজ উৎপাদনে ব্যবহৃত উড চিপ পরিবহনের কাজে এই জাহাজটি ব্যবহৃত হবে। এ বিষয়ে এনওয়াইকে ও মারুসুমি পেপার কোম্পানি লিমিটেডের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চলাচলের পথে জাহাজটি সাগরের পানি পাম্প-ইন করে ভাসমান মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ করবে। সংগৃহীত এই মাইক্রোপ্লাস্টিক চিবা ইনস্টিটিউট অব টেকনোলজির পরীক্ষাগারে পাঠানো হবে।