গ্লোবাল পোর্টসের শেয়ার বিক্রির চুক্তি সম্পন্ন করেছে মায়েরস্ক

রাশিয়ার বৃহত্তম কনটেইনার টার্মিনাল গ্লোবাল পোর্টস ইনভেস্টমেন্টে থাকা নিজেদের শেয়ার বিক্রির বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে এপি মোলার-মায়েরস্ক। এই শেয়ার তারা তাদের দীর্ঘদিনের পার্টনার ডেলো গ্রæপের কাছে বিক্রি করবে। অবশ্য মায়েরস্ক পরবর্তীতে চাইলে যেন এই শেয়ার আবার কিনে নিতে পারে, সেই সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।

পাঁচ মাস আগে এই বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দেয় মায়েরস্ক। এর আগে কোম্পানিটি রাশিয়ায় সব ধরনের পণ্য পরিবহন সেবা বন্ধ করে দেয়। মূলত ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তারা।

সাতটি কনটেইনার টার্মিনাল, কার্গো, বাল্ক ও রো-রো সেবা পরিচালনা করে গ্লোবাল পোর্টস। ২০১২ সালে কোম্পানিটির ৩০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার কিনে নেয় মায়েরস্ক। এই শেয়ার যাদের কাছে বিক্রি করছে তারা, সেই ডেলো গ্রæপের কাছেও গ্লোবাল পোর্টসের সমপরিমাণ শেয়ার আগে থেকেই রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here