গত মাসে সলোমন আইল্যান্ডসের একটি বন্দরে পোর্ট কল দিয়েছিল মার্কিন কোস্ট গার্ডের একটি কাটার। কিন্তু দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পায়নি তারা। ওই ঘটনা কেন ঘটল, সেটি পর্যালোচনার জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সলোমন সরকার। ততদিন পর্যন্ত দেশটির বন্দরগুলোয় সব ধরনের বিদেশী নৌ-জাহাজের পোর্ট কল বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি যৌথ ফিশারি প্যাট্রল পরিচালনা করছিল মার্কিন কোস্টগার্ডের কাটার ইউএসসিজিসি অলিভার বেরি। এক পর্যায়ে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রসদ নেওয়ার জন্য সলোমন আইল্যান্ডসের হোনিয়ারা বন্দররে পোর্ট কল দেয় জাহাজটি। এই সময়ে অলিভার বেরির সঙ্গে ছিল ব্রিটিশ রয়েল নেভির প্যাট্রল ভেসেল এইচএমএস স্পেই।
কিন্তু পোর্ট কলের বিষয়ে সলোমন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পায়নি কোস্ট গার্ড। ফলে তারা যাত্রাপথ পরিবর্তন করে ৫০০ নটিক্যাল মাইল দূরে পাপুয়া নিউগিনিতে পোর্ট কল দেয়। এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সলোমন সরকারের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় কী কারণে এই ঘটনা ঘটল। এছাড়া কোস্ট গার্ড আশা করেছিল, শিগগিরই হয়তো সলোমনে আবার পোর্ট কল দেওয়ার সুযোগ পাবে তাদের জাহাজ। তবে দেশটির সরকারের সাম্প্রতিকতম সিদ্ধান্তে তা আর হচ্ছে না। সলোমন আইল্যান্ডসের প্রধানমন্ত্রী মানেসেহ সোগাভেয়ার জানিয়েছেন, তার অফিস মার্কিন কোস্ট গার্ডের জাহাজটির পোর্ট কল রিকোয়েস্ট পায়নি। ফলে তারা সময়মতো প্রতিক্রিয়াও জানাতে পারেননি। কী কারণে এমনটি হলো, সেই বিষয় নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। ততদিন পর্যন্ত বিদেশী নৌ-জাহাজগুলোর পোর্ট কল স্থগিত রাখবে সলোমন।