টানা পাঁচ মাস সংকুচিত যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি

অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যয়ের ক্ষেত্রে সংযমী হচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। অতিপ্রয়োজনীয় নয়-এমন পণ্যে ব্যয় এড়িয়ে চলছেন তারা। ভোক্তাচাহিদা কমে যাওয়ায় আমদানিও কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর সুবাদে আগস্টে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির পণ্য বাণিজ্য ঘাটতি কমে গিয়েছে। এ নিয়ে টানা পঞ্চম মাসের মতো বাণিজ্য ঘাটতি সংকুচিত হলো যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি উঠে গেছে চার দশকের সর্বোচ্চ উচ্চতায়। কেন্দ্রীয় ব্যাংকও অব্যাহতভাবে সুদের হার বাড়িয়ে চলেছে। সব মিলিয়ে চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকে দেশটিতে মন্দা আঘাত হানতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আর এই আশঙ্কা থেকেই ব্যয়ের ক্ষেত্রে সতর্ক অবস্থান মার্কিনদের।

আগস্টে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ৩ দশমিক ২ শতাংশ কমে ৮ হাজার ৭৩০ কোটি ডলারে নেমেছে। বাণিজ্য ঘাটতির এই পরিমাণ ২০২১ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। আগস্টে দেশটির আমদানি ব্যয় ৪৬০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭১০ কোটি ডলার। আলোচ্য সময়ে কমেছে দেশটির রপ্তানি আয়ও, তবে তুলনামূলক কম। গত মাসে যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় ১৭০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮০ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here